সেঞ্চুরি হাতছাড়া লিটনের, ফিরলেন তামিমও

গতরাতে (১৭ মে) চট্টগ্রামে বৃষ্টি হওয়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউট ফিল্ড প্রস্তুত করতে বেগ পেতে হয় মাঠ কর্মীদের। যার কারণে নির্ধারিত সময়ের চাইতে ৩০ মিনিট পর শুরু হয় খেলা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ।

তিন উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস- দুজনই স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালান। প্রথম সেশনের শুরুতে মুশফিক-লিটনকে ফেরানোর তেমন কোনো সুযোগই করতে পারেননি লঙ্কান বোলাররা। দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান লিটন ও মুশফিক।

কিন্তু মধ্যাহ্নভোজের পরই সাজঘরে ফিরলেন লিটন। কাসুন রাজিথার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও তা পূর্ণ করতে পারেননি লিটন।

১৮৯ বলে ৮৮ রান করে ফেরত যান তিনি। মুশফিকের সঙ্গে তার জুটি টিকেছে ১৬৫ রান। লিটন ফেরার পর উইকেটে নামেন আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া তামিম। যদিও প্রথম বলেই বোল্ড হয়ে ফেরত যান বাঁহাতি এই ওপেনার।

ফলে আগের দিন করা ১৩৩ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। কনকাশন সাব হয়ে নামা রাজিথার এটা চতুর্থ উইকেট।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.