জিপিতে সূচক কমেছে ৮ পয়েন্ট

১০ কোম্পানি সূচক কমিয়েছে ২৯ পয়েন্ট

টানা দ্বিতীয় দিনের মতো দর পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ পতনের দ্বিতীয় দিনে তীব্রতা এতটা-ই বেড়ে যায় যে, তা বিনিয়োগকারীদের মধ্যে কাঁপন ধরিয়ে দেয়।

আজ বুধবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ৬২ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ কমে গেছে।

সূচক পতনে আজ নেতৃত্ব দিয়েছে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন (জিপি)। সবচেয়ে বড় বাজারমূলধনধারী (Market Capital) এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৪০ পয়সা। আর তাতে সূচক কমেছে ৭ দশমিক ৫১ পয়েন্ট।

সূচক পতনে ভূমিকা রাখা প্রধান ১০ কোম্পানির কারণে আজ ডিএসইএক্স কমেছে প্রায় ২৯ পয়েন্ট।

অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবির কারণে সূচক কমেছে ৪ দশমিক ৩৫ পয়েন্ট, রবি আজিয়াটার কারণে কমেছে ৪ দশমিক ২৮ পয়েন্ট।

তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস (২.৯ পয়েন্ট), ইউনাইটেড পাওয়ার (২.১৮ পয়েন্ট), লাফার্জহোলসিম (২.০৯ পয়েন্ট), ইউনিক হোটেল (১.৭৩ পয়েন্ট), বেক্সিমকো ফার্মা (১,৬১ পয়েন্ট), আরএকে সিরামিকস (১.২৬ পয়েন্ট) ও এসিআই (১.২২ পয়েন্ট)।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.