জয়-শরিফুল বাংলাদেশের কিংবদন্তি হবে: নাভিদ নেওয়াজ

২০২০ সালের যুব বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল হাসান জয়। আর বোলিং ইউনিটের প্রধান অস্ত্র ছিলেন শরীফুল ইসলাম। বিশ্বকাপ জয়ী সেই দলের প্রধান কোচ ছিলেন নাভিদ নেওয়াজ।

যুব বিশ্বকাপ জয়ী এই দুই ক্রিকেটারই ইতোমধ্যেই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। শরিফুল খেলে ফেলেছেন তিন সংস্করণের ক্রিকেটেই। সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেছেন এই বাঁহাতি পেসার। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন থেকেই তামিম ইকবালের স্থায়ী সঙ্গী খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তবে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের ক্রিকেটে ওপেনিংয়ে নির্বাচকদের আস্থার প্রতীক হয়ে ওঠেছেন জয়। ইতোমধ্যেই তিনি নিজেকে প্রামণও করেছেন।

বাংলাদেশ যুব দলের সাবেক কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘যেকোনো পরিস্থিতি সামলানোর জন্য তাদের (জয়, শরিফুল) যথেষ্ট দক্ষতা আছে। আমি থাকা বা না থাকায় কিছু যায় আসে না। তারা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন দেশে গিয়ে মানিয়ে নিতে হবে তাদের। আশা করি, তারা একদিন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তী হবে।’

বেশ কয়েক বছর বাংলাদেশ যুব দলের প্রধান কোচের দায়িত্ব পালন করার পর সম্প্রতি শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন নাভিদ নেওয়াজ। এই লঙ্কান কোচ আরও বলেন, ‘দেশে ফিরতে পারাটা আমার জন্য ভালো ব্যাপার। বাংলাদেশে কাটানো ৪ বছর আমি দারুণ উপভোগ করেছি। আমার মনে হয় বাংলাদেশকে কিছু একটা দেয়ার মতো আমার সামর্থ্য ছিল, ৪ বছর এখানে কাটানো সময়টাকে ন্যায় সঙ্গত করার জন্য। আর আবারও নিজের ঘরে ফিরতে পেরে আমি খুশি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.