কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যম কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা ।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়ে টানা তিন ঘণ্টা একসঙ্গে কাজ করে সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অর্থসূচক/এমআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.