সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭.৮৭%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৭.৮৭ শতাংশ। সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫৭ কোটি ১২ লাখ ৭ হাজার ৯২৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৪৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৩১৩  কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকার বা ৪৭.৮৭ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা  দশমিক ১০ শতাংশ কমে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৭ দশমিক ৩১ পয়েন্ট বা  দশমিক ৭০ শতাংশ বেড়ে ২ হাজার ৪৬০ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭.৬৪ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৯৮টির। আর ৩৪টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৩৪২ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা বা  দশমিক ২৫ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৫ হাজার ৬১৮ কোটি ১৪ লাখ ২০ হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৬ হাজার ৯৬১ কোটি ৮৬ লাখ ৫ হাজার  টাকায়।

অর্থসূচক/এসএ/

 

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.