নেটফ্লিক্সের শেয়ারে একদিনে ২৫% দর পতন

গত এক দশকে প্রথমবারের মতো গ্রাহক (Subscriber) হারিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) প্রতিষ্ঠানটির গ্রাহক ২ লাখ কমেছে। আর এই খবরে ঝড় বইয়ে গেছে কোম্পানিটির শেয়ারের দামে। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দাম একদিনে ২৫ শতাংশ কমে গেছে।

খবর সিএনবিসি ও ব্লুমবার্গ এর।

খবরে বলা হয়, ২০১১ সালের পর থেকে প্রতিবছরই গ্রাহক বেড়েছে নেটফ্লিক্সের। টানা রুদ্ধশ্বাস দৌড়ের পর এবারই প্রথম হোঁচট খেল কোম্পানিটি। এক দশকেরও বেশি সময় ধরে গ্রাহক সংখ্যায় টানা প্রবৃদ্ধির পর প্রথমবারের মতো গ্রাহক হারাল কোম্পানিটি। শুধু প্রথম প্রান্তিকেই গ্রাহক হ্রাসের মধ্য দিয়েই শেষ হচ্ছে না বিষয়টি। খোদ কোম্পানির আশংকা, পরবর্তী প্রান্তিকে তাদের গ্রাহক সংখ্যা আরও ২০ লাখ পর্যন্ত কমে যেতে পারে।

কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফরম চালু হওয়ায় বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়া, ব্যাপক হারে পাসওয়ার্ড শেয়ারিং, মূল্যস্ফীতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গ্রাহক কমেছে। একই কারণে পরবর্তী প্রান্তিকেও গ্রাহক হারানোর আশংকা রয়েছে।

গ্রাহক হারানোর খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে নেটফ্লিক্সের শেয়ারের বিনিয়োগকারীদের মধ্যে। গ্রাহক কমলে কোম্পানির আয়ও কমবে এমন আশংকায় অনেক বিনিয়োগকারী শেয়ার ছেড়ে দিতে শুরু করলে বাজারে বিক্রির চাপ বেড়ে যায়। আর তাতে একদিনেই শেয়ারের ২৫% মূল্য হারায় কোম্পানিটি।

নেটফ্লিক্সের শেয়ারের দরপতনের প্রভাব পড়ে একই ধরনের তথা ভিডিও স্ট্রিমিং সংশ্লিষ্ট অন্যান্য কোম্পানির শেয়ারের উপরেও। মঙ্গলবার নেটফ্লিক্সের পাশাপাশি শেয়ারের দর হারায় রুকু (Roku), স্পোটিফাই (Spotify), ডিজনীর মত কোম্পানিগুলো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.