আগামী সপ্তাহে সিঙ্গাপুরে যাচ্ছেন শরিফুল

চোটের সঙ্গে পেসারদের সম্পর্কটা বরাবরই বৈরী। প্রায় এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও ক্রিকেটীয় চোটকে পাশ কাটিয়ে খেলছেন শরিফুল ইসলাম। কিন্তু এবার শারীরিক সমস্যার কারণে তার অস্ত্রোপাচার করতে হচ্ছে। এ মাসের শেষের দিকে সিঙ্গাপুরে তার অস্ত্রোপাচার করা হবে বলে নিশ্চিত করেছেন শরিফুল নিজেই।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের খেলেছিলেন শরীফুল। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই খেলেছিলেন তিনি। তবে গোড়ালির চোটের কারণে খেলতে পারেননি টেস্ট সিরিজে।

ইতোমধ্যেই সেই চোট থেকে সেরে ওঠেছেন এই পেসার। তবে এখনও তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। শরিফুল বলেন, ‘২৫-২৬ এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে ওঠবো। শ্রীলঙ্কা সিরিজে দেখা যাক, অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে ওঠার।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে শরিফুলের। তিনি বলেন, ‘ডোনাল্ডের কথা-দর্শন খুব ভালো ছিল। তিনি আমার সঙ্গে আলাদা করে কাজ করেছেন। যদিও তেমন একটা সময় পাইনি। আশা করা যায় যখন সামনে ৭-৮ দিন আলাদাভাবে সময় পাব, তখন আরও অনেক কিছু নেয়ার আছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.