মুস্তাফিজের দলে করোনার হানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে হানা দিয়েছে করোনা ভাইরাস। দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন।

এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে আইপিএলের আয়োজকরা। এতে তারা বলেছে, ‘দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লির মেডিক্যাল দল।’

আইপিএলের গত আসরে ব্যাপকভাবে হানা দিয়েছিল করোনাভাইরাস। যে কারণে টুর্নামেন্টের মাঝ পথেই আইপিএল বন্ধ করতে বাধ্য হয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছিল আইপিএলের বাকি অংশ। এবারের আসর শুরুর আগেও করোনার প্রকোপে পড়েছিল ভারত।

যে কারণে হোম এবং অ্যাওয়ে পদ্ধতি বাতিল করে মাত্র চারটি ভেন্যুতে মাঠে গড়াচ্ছে আইপিএল। মুম্বাইয়ের তিনটি এবং পুনের একটি ভেন্যুতে হচ্ছে টুর্নামেন্টটি। রয়েছে কঠোর জৈব সুরক্ষা বলয়ও।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.