সিলেটে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) থেকে দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে নগরীতে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে মাংস বিক্রি বন্ধ রয়েছে।

বুধবার রাতে জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ মাংস বিক্রি বন্ধের এ ঘোষণা দেন।

সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, ‘সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছে। কিন্তু আমরা যে দামে গুরু বা খাসি কিনি সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হয়। আমরা গত একমাস থেকে মেয়রের কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসলেও সর্বশেষ সিসিক নির্ধারিত দাম ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ রাখা হবে। সিলেটের বাইরে অন্যান্য স্থানে এর চেয়ে বেশি টাকায় গরু ও খাসির মাংস বিক্রি করা হয়। আমরা সারাদেশে একই দাম নির্ধারিত করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.