ভারতে পাচারের শিকার ২৩ জন নারী ও শিশুকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এটি পঞ্চম প্রত্যাবাসন প্রক্রিয়া এবং এর অধীনে মোট ১৩৯ জনকে ফেরত আনা হয়েছে।
আটককৃত বাংলাদেশিদের ফেরত আনার এই প্রক্রিয়া চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.