মার্ক উডের বদলি হিসেবে তাসকিন আহমেদকে দলে পেতে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ডানহাতি এই পেসারকে পুরো আইপিএল খেলার জন্য অনাপত্তি পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের কারণে তাসকিনকে ছাড়েনি বিসিবি।
মিরপুর-শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো সিরিজের মাঝ খানে নয়। এই সিরিজটা শেষ হয়ে গেলে.. ওর সঙ্গে যেটা কথা হয়েছে এই সিরিজের পরে ও যেতে পারে। এমনকি এর পরে যে আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে ওইটাতেও আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটা চলমান সিরিজের মাঝখান থেকে কাউকে ছাড়ার কোনো সুযোগই নেই।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মেগা নিলাম থেকে মার্ক উডকে ৭.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কনুইয়ের চোটে ছিটকে গেছেন পুরো আইপিএল থেকে। ফলশ্রুতিতে উডের বদলি হিসেবে তাসকিনকে পেতে চেয়েছিল লক্ষ্ণৌ। তবে তাসকিনকে না পেয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে আইপিএলের এবারের আসরের নবাগত দলটি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.