সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ বসবে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন বসবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এই তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৮ মার্চ (সোমবার) বিকেল ৫টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ (২০২২ সালের দ্বিতীয়) অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধানের বিধান মতে, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.