তুরস্কে বৈঠক বসবেন রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

আগামী বৃহস্পতিবার তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা৷ রাশিয়ার সংবাদ সংস্থা টিএএসএসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন৷

বার্তা সংস্থা এএফপি টিএএসএস-এর বরাত দিয়ে জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মতি দিয়েছেন৷ এরদোয়ান এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন বলেও জানানো হয়ে সংবাদ সংস্থাটির পক্ষ থেকে৷

গত ২১ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর এটিই এমন উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক হতে যাচ্ছে৷ এর আগে দুই দফা দেশ দুইটির সরকার প্রতিনিধিরা আলোচনায় বসলেও যুদ্ধ বন্ধে তা ভূমিকা রাখতে পারেনি৷ সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু দেশটির গণমাধ্যমে সম্ভাব্য বৈঠকের ঘোষণা দেন৷ আনাতোলিয়াতে সেই বৈঠকে তিনি নিজেও অংশ নিবেন বলে জানান৷

ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের সমুদ্রসীমা রয়েছে৷ দেশ দুইটিকে শুরু থেকেই আলোচনার প্রস্তাব দিয়ে আসছিল আঙ্কারা৷ মস্কো ও কিয়েভ দুই পক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকলেও রাশিয়ার হামলাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে আসছে তারা৷ তবে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞারও বিরোধিতা করে আসছে আঙ্কারা৷

এর আগে শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছিলেন ফলপ্রসূ কিছু হওয়ার সম্ভাবনা থাকলে তিনি লাভরভের সঙ্গে বসতে রাজি৷

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.