ডমিনেজ স্টিলের বোনাস ইস্যুতে সম্মতি দেয়নি বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিলের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডমিনেজ স্টিল ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়। এরপর কোম্পানিটি বিএসইসির সম্মতির জন্য আবেদন করে।

কিন্তু বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার বিতরণে সম্মতি দেয়নি।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.