গুজরাটে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড

ভারতের গুজরাটে ২০০৮ সালে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত ৪৯ আসামির ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আহমেদাবাদের একটি আদালত শুক্রবার এ রায় দেয়।

ভারতের ইতিহাসে প্রথম কোনো মামলায় এত আসামির মৃত্যুদণ্ড দেয়া হলো। এ মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বিশেষ আদালত একে ‘বিরল মামলা’ হিসেবে অভিহিত করেছে। এ ঘটনার আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

এর আগে গত সপ্তাহে ৭৭ আসামির ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদে ৭০ মিনিটের সিরিজ বোমা বিস্ফোরণে ৫৬ জন নিহত হন। আহত হন ২ শতাধিক মানুষ। সে সময় ২১টি বোমার বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি, ইউএপিএ, বিস্ফোরক পদার্থ আইন এবং জনসম্পদ ক্ষতি আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়। একজনকে অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরেই ৭৭ আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ করেছিল আদালত। এর মধ্যে একজন ছিলেন রাজসাক্ষী।

পুলিশ দাবি করেছিল, হামলায় জড়িতরা ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও নিষিদ্ধঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) সদস্য।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.