ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম চলছে বেঙ্গালুরুতে। এই মেগা আসরের নিলামে নাম দিয়েছিলেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে প্রথম দিন দল পাননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
যদিও ভিত্তিমূল্য ২ কোটিতে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও লিটন দাসের নামই ডাকা হয়নি নিলামে।
লিটন, তাসকিন ও শরিফুলের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এদের কারোরই আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। কোন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ তালিকায় না থাকায় তাদের নাম ডাকা হয়নি।
টাইগার অলরাউন্ডার সাকিবের অবশ্য এখনও দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিলামের শেষ দিকে অবিক্রিত ক্রিকেটারদের আবারও ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে।
উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামের সবচেয়ে বড় চমক ইশান কিশান। তাকে ১৫.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়েছে লিয়াম লিভিংস্টোন। এই ইংলিশ অলরাউন্ডারকে ১১.৫ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.