বিপিডিপির সাথে চুক্তি করেছে ডরিন পাওয়ারের সহযোগী কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান চাঁদপুর পাওয়ার জেনারেশন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চাঁদপুর পাওয়ার জেনারেশন ১১৫ মেগাওয়াট এইচএফও ভিত্তিক পাওয়ার প্লান্ট। কোম্পানিটি গতকাল ১৩ ফেব্রুয়ারি বিপিডিবিতে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র ইস্যুর জন্য চিঠি ইস্যু করেছে। পাওয়ার পারসেচ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) অনুযায়ী গত ১১ ফেব্রুয়ারি থেকে সিওডি কারযকর হয়েছে।

চাঁদপুর পাওয়ার জেনারেশন গত ১১ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ করবে।

কোম্পানিটি আশা করছে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কোম্পানিটি বছরে ১ হাজার ১০২ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আয় করবে।

প্রসঙ্গত, ডরিন পাওয়ারের ৯৯.৯০ শতাংশ মালিকানা রয়েছে চাঁদপুর পাওয়ার জেনারেশনে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.