নামের তালিকা চেয়ে বিএনপিকে সার্চ কমিটির চিঠি

নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে সার্চ কমিটি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর নয়াপল্টন পার্টি অফিসে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে চিঠি পৌঁছানো হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বিএনপি সার্চ কমিটিতে কোনও নামের তালিকা দেবে না।

এর আগেও দলের মহাসচিব তা জানিয়েছেন। বিএনপির মহাসচিব বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন সম্পর্কে আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট করে তুলে ধরেছি। আমরা মনে করি, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা একটা আইন করে নিয়েছে, যেটা সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে।

বিএনপি সার্চ কমিটির কাছে কোন নাম দেবে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের কাছে কোন মূল্য নেই। এটা অর্থহীন। নাম দেয়ার তো কোন প্রশ্নই উঠতে পারে না। কারণ, গতবার ও তার আগের বারের অভিজ্ঞাতা থেকে দেখেছি, এইগুলো করে কোন লাভ হয় না। সরকার যে থাকে, তার যে পছন্দনীয় লোক থাকে, তাকে দিয়ে কমিশন করে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.