শ্বশুরবাড়ি সিলেটে পা রেখে আপ্লুত মঈন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এখন সিলেটে মঈন আলী। এবারের আসরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। বৈবাহিক সূত্রে মঈন বাংলাদেশের জামাই। এবারই প্রথম শ্বশুরবাড়ি সিলেটে পা রেখেছেন তিনি।

সিলেটে পা রেখে আপ্লুত মঈন। এই ইংলিশ ক্রিকেটার নিজে পাকিস্তানি বংশোভূত। যদিও তিনি পরিবার পরিজন নিয়ে ইংল্যান্ডের বাসিন্দা। আর বিয়ের সুবাদে বাংলাদেশেও আত্মিয়তা করেছেন তিনি। এই অনুভূতিটি দারুণ বলেই মনে করেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। তিনটি দেখকেই নিজের মনে করেন তিনি।

সিলেটে আসার অনুভূতি প্রকাশ করে মঈন বলেন, ‘বাংলাদেশও বাড়ি, পাকিস্তানও বাড়ি, ইংল্যান্ডও বাড়ি। আমার কাছে সব একইরকম মনে হয়। আমার শ্বশুরবাড়ির সবাই এখানের। তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমি প্রথমবার সিলেটে এলাম। তারা সবসময় আমাকে বলে, সিলেটে চলো, সিলেটে চলো। কিন্তু সময় বের করতে পারি না।’

করোনা পরিস্থিতির কারণে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে মঈনকে। সিলেটে এলেও এই শহরটি ঘুরে দেখা হবে না তার। সে কারণে কিছুটা আক্ষেপ রয়েই যাচ্ছে তার। মঈনের সঙ্গে তার পরিবারও এসেছেন এই পুণ্যভূমিতে।

মঈন বলেছেন, ‘এবার সিলেটে এসে ভালো লাগছে। এটি দুঃখজনক যে (জৈব সুরক্ষা বলয়ের কারণে) বাইরে কোথাও যেতে পারবো না। তবে এখানে এসে খুব আনন্দিত আমি। কারণ আমার পরিবার এখানের। তাই সিলেটে এসে আমি অনেক খুশি।’

এরই মধ্যে সিলেটের কিছু ভাষাও রপ্ত করেছেন মঈন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিছু সিলেটি শব্দ জানি। সত্যি বলতে, আরও বেশি শিখতে পারলে ভালো হতো। আমি আরও শেখার চেষ্টা করবো, যেহেতু এখানে এসেছি। হোটেলে ছেলেরা আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলে। তাই আমাকে আরও সিলেটি শব্দ শিখতে হবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.