বাংলাদেশের স্পিনিং কন্ডিশনে খুশি আফগানিস্তান

বাংলাদেশের কন্ডিশন অপরিচিত নয় আফগানিস্তানের ক্রিকেটারদের কাছে। তার ওপর এবার আবার সিরিজের আগে বিপিএল ও সিলেটে ক্যাম্প করার সুযোগ পাচ্ছেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তাই মূল লড়াইয়ের আগে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছে দলটি। বাংলাদেশের মাটিতে একাধিকবার সিরিজ খেলেছে আফগানিস্তান। এছাড়া বিপিএলেও নিয়মিত খেলে থাকেন দেশটির কয়েকজন ক্রিকেটার।

ফরচুন বরিশালের অনুশীলন শেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুজিব বললেন, আগেও আমরা বাংলাদেশে এসেছি, অনেক সিরিজ খেলেছি। এবার আসতে পেরে খুশি। বিপিএল শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আছে আমাদের। এখানকার স্পিনিং কন্ডিশনে আমরা খুশি। এশিয়ার অন্যান্য উইকেট তো বটেই, ঢাকা-চট্টগ্রাম-সিলেটের উইকেট আমাদের জন্য ভালো।

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট তালিকায় এখন দুইয়ে আছে বাংলাদেশ। ৬ ম্যাচের সবকটি জিতে আফগানিস্তানও এগিয়ে চলেছে দারুণ গতিতে।

মুজিব বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলগুলির ওয়ানডেতে পয়েন্ট দরকার। সব দলই জিততে চায় ও পয়েন্ট পেতে চায়। তিনটি ওয়ানডে এখানে।

 

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.