ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে মৃত্যু আরও ৪

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে চার জন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ও তিন জনের করোনা উপসর্গ ছিল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮২, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন এবং আইসিইউতে চিকিৎসাধীন আছেন ছয় জন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন শেরপুরের এক রোগী। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহ, গাজীপুর ও কিশোরগঞ্জের তিন রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি নমুনা পরীক্ষায় ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.০৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা তিন হাজার ৯৮৪ এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৬৮ জন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.