রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় এবার শিখা রানী ভরানী (৫৫) নামে সিটি করপোরেশনেরই এক পরিচ্ছন্ন কর্মী প্রাণ হারালেন। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা উত্তর সিটি করপোশেন এলাকার জাহাঙ্গীর গেটের মহাখালী ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী। নিহত শিখা রানী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নকর্মী। ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে।

ঢাকার রাস্তায় নতুন আতঙ্কের নাম সিটি করপোরেশনের ময়লার গাড়ি। গত দুই মাসে ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিহত হন।

গত ১৬ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হন। সে সময় উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটি আগুনে পুড়িয়ে দেয়।

২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। এর পরেরদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবির খান নামে সাবেক এক সংবাদ কর্মীর। ২৩ ডিসেম্বর পুরান ঢাকার ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হন। এ ছাড়া ২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হন।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.