শততম টেস্ট দিয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি

ঘরের মাঠে শততম টেস্ট খেলে অধিনায়কত্ব ছাড়ার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে হুট করে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এর এক সদস্য কোহলিকে এই প্রস্তাব দিয়েছিলেন। যদিও তিনি সেই প্রস্তাবে প্রভাবিত হননি। কোহলি বলেছিলেন, ‘একটা ম্যাচে কিছুই বদলে যাবে না। আর আমি সেরকম নই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। যদিও এর আগে দলের সতীর্থদের এ কথা জানিয়েছিলেন তিনি। এরপর বোর্ডের এক সদস্য তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছিলেন। তার প্রস্তাব ছিল তাড়াহুড়ো করে কোহলি যেন এখনই নেতৃত্ব না ছাড়েন।

অবশ্য সবকিছু ঠিক থাকলে কেপটাউনেই নিজের শততম টেস্ট খেলতেন কোহলি। যদিও জোহানেসবার্গে পিঠের ব্যথার কারণে খেলতে পারেননি তিনি। এর ফলে ফেব্রুয়ারিতে ঘরের মাঠ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টই হতে চলেছে কোহলির শততম টেস্ট। সেই ম্যাচ দিয়েই অধিনায়কত্ব তুলে রাখার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। বোর্ডের দেয়া অধিনায়কত্বের ফেয়ার ওয়েল ম্যাচের চেয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.