পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। আজ ৯ জানুয়ারি, রোবববার থেকে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বাণিজ্যক উৎপাদনের আগে সফলভাবে পরীক্ষামূলক উৎপাদন সম্পন্ন করেছে।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পরযন্ত লকডাউনের কারণে অফিস বন্ধ ছিল। এর ফলে কোম্পানি লাইসেন্স নবায়ন করতে পারেনি। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় পরিবর্তন হওয়ায় কোম্পানির শেয়ার লেনদেনে দেরি হয়েছে। এর ফলে কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদনে ফিরতে সময় লেগেছে।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.