ইংল্যান্ড-নিউজিল্যান্ডকে টপকালো বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরের শুরুটাও হয়েছিল সিরিজ হার দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর অনুমেয়ভাবেই টেবিলের তলানিতে ছিল টাইগাররা।

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে বাংলাদেশের অবস্থানের। যেখানে ৫ জানুয়ারি পর্যন্ত হালনাগাদকৃত পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে মুমিনুল হকের দল।

মাউন্ট মঙ্গানুইতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অল আউট করার পর মাহমুদুল হাসান জয়, মুমিনুল, লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩০ রানের লিড নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০০ পেরোলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় কিউইরা। তাতে সিরিজের প্রথম টেস্ট জিততে মাত্র ৪০ রান প্রয়োজন হয় বাংলাদেশের। ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্য অনায়াসেই টপকে যায় মুমিনুলের দল। তাতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের জয়ের স্বাদ পেলো টাইগাররা।

এমন জয়ের পর নিয়ম অনুযায়ী ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যেখানে জয়ের হার ৩৩.৩৩ শতাংশ। তাতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সফরকারীরা। ৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে অস্ট্রেলিয়ার। দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। পাকিস্তানের ৩৬ এবং ভারতের ৫৩ পয়েন্ট হলেও জয়ের শতকরা হারে হিসেবে পিছিয়ে থাকায় তিনে পাকিস্তান এবং চারে রয়েছে ভারত।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.