করোনায় আক্রান্ত মেসি

মেসিসহ পিএসজি ক্লাবের একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। মেসি জানিয়েছেন, তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। এছাড়াও ডিফেন্ডার জুয়ান বার্নাট, গোলকিপার সারজিও রিকো, মিডফিল্ডার নাথান বিটুমাজালা করোনায় আক্রান্ত হয়েছেন।

মেসি এখন ছুটিতে। তিনি আর্জেন্টিনায় নিজের বাড়ি গেছেন। পিএসজি কোচ জানিয়েছেন, মেসির সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। ক্লাবের তরফে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তিনি নেগেটিভ হলেই তাকে ফ্রান্সে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

সম্প্রতি ফরাসি সরকার কোভিডবিধি শিথিল করার কথা জানিয়েছে। প্রশাসন বলেছে, দুইবার টিকা দেওয়ার পরেও কোভিড হলে সাতদিন কোয়ারান্টিনে থাকতে হবে। পাঁচদিনের মাথায় নেগেটিভ রিপোর্ট এলে আইসোলেশন ভাঙা যাবে। টিকা দেওয়া না থাকলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ হলে ৭ দিনে আইসোলেশন ভাঙা যাবে। পজিটিভ রোগীর সামনে গেলেও আইসোলেশন বাধ্যতামূলক নয়।

ফ্রান্সে গত একমাসে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে। ওমিক্রনও ধরা পড়েছে। ফলে নতুন করে একাধিক নিয়ম চালু করা হয়েছিল। এবার ফের নিয়ম শিথিল করা শুরু হলো। সূত্র: ডিডাব্লিউ, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.