গ্যালারি ভর্তি দর্শক থাকবে পিএসএলে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ জানুয়ারি। পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে গ্যালারি ভর্তি দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (এনসিওসি)।

শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিলেও বেশ কিছু বিধি-নিষেধ বেধে দিয়েছে এনসিওসি। মাঠে বসে খেলা দেখতে হলে অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিনেটেড হতে হবে। মাঠে মাস্ক ব্যবহারের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে সবাইকে। যদিও করোনা পরিস্থিতির অবস্থার অবনতি হলে এই সিদ্ধান্ত বদলের সুযোগ রয়েছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে।

পিএসএলের এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। এর মধ্যে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সদ্য সমাপ্ত সিরিজেও শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল এনসিওসি। সেই সিরিজেও সব বিধি-নিষেধ মেনে দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করেছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.