নিয়োগে প্রশ্নফাঁস, আরও দুইজন গ্রেফতার

সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতাররা হলেন- রংপুরের রাশেদ আহমেদ বাবলু (৩৬) ও রাজশাহীর মবিন উদ্দিন (৩২)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সুমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে এই ঘটনায় গ্রেফতার হওয়া মিজানুর রহমান মিজানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের নাম আসার পর বুধবার রাজধানীর চামেলীবাগ ও বিজয়নগর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিবি, যাদের মধ্যে ৮ জন ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের অধীনে অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের ১৫১১টি শূন্যপদের নিয়োগ পরীক্ষা গত ৬ নভেম্বর ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির নির্দেশনায় আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরীক্ষাটি নেয়। ওই নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ার ঘটনায় গত ১০ নভেম্বর রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.