রেকর্ড ডেটের পর দর কমেছে সাউথবাংলা ব্যাংকের

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ারে। বৃহস্পতিবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে ১ দশমিক ২৯ শতাংশ কমেছে।

সাউথবাংলা সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৮০  পয়সা  বা ৫ শতাংশ কমেছে। তবে ৪ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৬ টাকা।  ৪ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সা। এর বিপরীতে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১৫ টাকা ২০ পয়সা।  এ হিসেবে শেয়ারটির দর দশমিক ২০  পয়সা বা ১ দশমিক ২৯ শতাংশ কমেছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.