ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে দিচ্ছে না ভারত। তবে যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র আছে অথবা যাদের পরীক্ষার সময় কাছাকাছি তাদেরকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বুধবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মুজিবর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসায় কাউকে না পাঠাতে মৌখিকভাবে আমাদের জানিয়েছে।’

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে অধ্যায়নরত ভারতীয়দের যাতায়াতে কোনো প্রতিবন্ধকতা নেই।

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.