রেনাটার এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের ৪৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ সারওয়ার আলী। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালক জাহিদ ফিজ্জা কবির, সাজেদ ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, নেহাল আহমেদ, ইজাজ আহম্মদ, কোম্পানি সচিব মো. জোবায়ের আলম, শেয়ারহোল্ডার ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় ২০২০-২০২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচী সমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় জানানো হয়, ২০২০-২০২১ অর্থ বছরে রেনাটার মোট বিক্রয় ও নীট মুনাফা উভয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৩.৪ শতাংশ ও ২১.১ শতাংশ। শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৫১.৬৭ টাকা। সভায় লভ্যাংশ হিসেবে ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.