হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দোতলায় কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি হলেন বরিশালের গৌরনদী উপজেলার মহিষা গ্রামের রমনী চন্দ্র দাস (৬০)।

কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন একাধিক রোগীর স্বজন জানিয়েছেন, রাত ১০টার দিকে হঠাৎ সিসিইউতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। রোগী নিয়ে স্বজনরা দৌড়াদৌড়ি শুরু করেন। একপর্যায়ে রোগীদের পার্শ্ববর্তী ওয়ার্ডে নিয়ে রাখা হয়। এরপর অক্সিজেন সিলিন্ডারের লাইন বন্ধ করলে ধোঁয়া কমতে থাকে।

মারা যাওয়া রমনী চন্দ্র দাসের মেয়ে অর্চনা দাস জানান, তার বাবা গুরুতর অসুস্থ হওয়ায় মঙ্গলবার দুপুরে সিসিইউতে আনা হয়। এরপর অক্সিজেন দেওয়া হলে কিছুটা সুস্থ হন। রাতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর তার বাবাকে দ্রুত সরিয়ে আনা হয়। পরে তাকে অক্সিজেন দেওয়া হয়নি। এতে তার বাবার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, অক্সিজেনের লাইন বিস্ফোরিত হয়ে পুরো ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। স্টাফরা দ্রুত রোগীদের পাশের ওয়ার্ডে নিয়ে যান। যিনি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটাপন্ন ছিলেন। অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে আমার কাছে অভিযোগ করেছে পরিবার। তবে অন্য রোগীদের ক্ষতি হয়নি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.