এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

যারা এখনও টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ফ্রন্ট লাইনে কাজ করেন তারা এবং যারা বয়স্ক তাদেরকে এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবে। পরে বাকিরা পাবে। এছাড়া যারা এখনও টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ জানান তিনি।

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। বৈঠনে ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ওমিক্রন নিয়ে এখনও দেশ ভালো আছে। যদিও দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। যদিও এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মানতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১১ কোটি টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এটা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.