বিপিএলে মুশফিককে দলে ভেড়াচ্ছে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে আটটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। সেখান থেকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে খুলনার ফ্র্যাঞ্চাইজিটির মালকানায় থাকছে মাইন্ড ট্রি।

বিপিএলের এবারের আসরে কোনো আইকন ক্রিকেটার না থাকলেও প্রতিটি দল একজন করে তারকা ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়েই খুলনা এবার দলে ভেড়াচ্ছে মুশফিকুর রহিমকে।

এই বিষয়টি নিশ্চিত করেছে বিশেষ একটি সূত্র। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক অনুমোদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে দলটিকে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের (১৬ ডিসেম্বরের) মধ্যে ছয়টি দলকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেবে বিসিবি। এরপরই চূড়ান্ত হবে দলগুলো তারকা ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ভেড়াচ্ছে।

এর আগে এবারের বিপিএলে অংশ নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছিল তারা সুনীল নারিন, ফাফ ডু প্লেসি ও মঈন আলীকে বিদেশি ক্রিকেটারের কোটায় দলে ভেড়াচ্ছে। এ ছাড়া বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে তারা সাকিব আল হাসানকে দলে নিতে আগ্রহী। যদিও সবকিছু চূড়ান্ত হবে বিসিবির ঘোষণার পর।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.