পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণা

ফাওয়াদ আলমের হাফ সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিল পাকিস্তান। খালেদ আহমেদের বলে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরিতে পৌঁছানোর পরই পাকিস্তান দলীয় ৩০০ রানে ইনিংস ঘোষণা করে। রিজওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৩ রান করে।

এর আগে বৃষ্টির বাঁধায় ভেস্তে গিয়েছিল ঢাকা টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন। মাঠ খেলার অনুপযোগী থাকায় চতুর্থ দিন সকালের প্রথম ঘন্টায়ও খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে সকাল ১০টা ৫০ মিনিটে খেলা শুরু হলে ওভারকাস্ট কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্রেক থ্রু এনে দেন খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

২ উইকেটে ১৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই হারিয়ে বসে আজহার আলীকে। এবাদত হোসেনকে পুল করতে গিয়ে লিটনের তালুবন্দি হন আজহার। ৫৬ রানে ফেরেন তিনি।

খানিক পর বাবর আজমকে লেগ বিফরের ফাঁদে ফেলেন এবাদত হোসেন। তিন টেস্টের ক্যারিয়ারে এটি তার প্রথম উইকেট। ৭৬ রানে আউট হন পাকিস্তানের এই অধিনায়ক। এরপর ক্রিজে নেমে হাল ধরেন ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান। তাদের ব্যাটে ভর করেই লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। ১৯.৪ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে পাকিস্তান স্কোরবোর্ডে আরও যোগ করেছে ৫৩ রান।

ফাওয়াদ ১৯ এবং রিজওয়ান অপরাজিত আছেন ২৬ রানে। লাঞ্চের পর নেমে খানিকটা দ্রতগতিতেই রান তুলতে থাকেন দুজন। তাইজুলকে সামনে এগিয়ে ছক্কা হাঁকানোর সঙ্গে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.