আবারও বৃষ্টির বাঁধায় ঢাকা টেস্ট

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে শুরু হয়েছে বাংলাদেশে। ফলে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় সেশন শুরুর ১০ মিনিট পর শুরু হয় খেলা। কিন্তু মাত্র ৩০ মিনিট খেলা হওয়ার পর আবারও বৃষ্টির বাঁধায় পড়ে ঢাকা টেস্ট।

খেলা বন্ধ হওয়ার আগে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ১৬১ রানে ব্যাটিং করতে নামা পাকিস্তানের সংগ্রহ তখন ২ উইকেটে ১৮৮ রান। আজহার আলী ৫২ এবং বাবর আজম ৭১ রানে ক্রিজে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিন আধা ঘন্টা ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে প্রথম সেশন পুরোটাই ভেস্তে যায় বৃষ্টিতে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় ১২টার পরিবর্তে সাড়ে ১১টায় লাঞ্চ ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দ্বিতীয় সেশনের ১০ মিনিট পর শুরু হয় খেলা।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.