নিরাপদ সড়কের দাবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

নিরাপদ সড়ক ও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে আইন পাসের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে একদল শিক্ষার্থী। রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ থেকে প্রতীকী কফিন নিয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

শাহবাগ মোড় থেকে মিছিলটি শাহবাগ থানার সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে পেশকৃত নয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মিছিলে শিক্ষার্থীরা, ‘আইন করে হাফ পাস, দিতে হবে দিয়ে দাও’, ‘নৌপথেও হাফ পাস, দিতে হবে দিয়ে দাও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’- প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থী ইনজামুল হক বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করছি। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কিছু শীর্ষ স্থানীয় লোক কিছু আপত্তিকর মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে ও হাফ পাসের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ‘একই দাবিতে আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানের আসর আয়োজন করবো।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.