ইজিএমের রেকর্ড তারিখ জানাল অ্যাসোসিয়েটেড অক্সিজেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভার (Extra Ordinary General Meeting-EGM) রেকর্ড তারিখ জানিয়েছে। ইজিএমের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। অর্থাৎ ওইদিন যেসব বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারা আলোচিত ইজিএমে যোগ দিতে পারবেন।

গতকাল বুধবার (১ ডিসেম্বর) কোম্পানিটি রেকর্ড তারিখ নির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পরিচালনা পরিষদ কোম্পানির অনুমোদিত মূলধন (Authorised Capital) বাড়িয়ে ১১০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়। কোম্পানি আইন অনুসারে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানির মেমোরেন্ডাম এবং অ্যাসোসিয়েশন অব আর্টিক্যাল পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে হবে। এ কারণে কোম্পানিটি আলোচিত ইজিএম আহ্বান করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.