আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বেড়েছে

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে রিটার্ন জমা দেওয়ার জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেলেন করদাতারা।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই  সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের ঘোষণা অনুসারে, আজ ছিল ২০২১-২২ করবছরের রিটার্ন জমা দেওয়ার শেষ সময়। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় এনবিআর এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় এ সক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব দীপক কুমার পাল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১৮৪জি প্রদত্ত ক্ষমতাবলে কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সময় বাড়ানো হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.