গেইনারের শীর্ষস্থান ”এন” ক্যাটারির কোম্পানির দখলে

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত দুই কোম্পানি একমি পেস্টিসাইডস ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড ধারাবাহিকভাবে টপটেন গেইনার তালিকার শীর্ষস্থান দখল করে আছে। আজ সোমবারও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

প্রসঙ্গত, একমি পেস্টিসাইডস গত ১৪ নভেম্বর পুঁজিবাজারে লেনদেন শুরু করে। এই সময়ে শেয়ারটির দর ১১ টাকা থেকে ৩০ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়েছে। অন্যদিকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স গত ৭ নভেম্বর লেনদেন শুরু করে। এই সময়ে শেয়ারটির দর ১১ টাকা থেকে ৪৯ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার একমি পেস্টিসাইডসের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৯ হাজার ৯৩৪ বারে ৯ লাখ ২৬ হাজার ৩০৩টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি অ্যাগ্রো, দেশবন্ধু পলিমার, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিল, ইয়াকিন পলিমার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও ফার কেমিক্যাল লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.