ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৩১ হাজার ৪৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো লিমিটেডের ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পেনিনসুলা ৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এসিআই, আমান ফিড, বারাকা পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইনন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ইনকাম ফান্ড, ফরচুন সুজ,জিবিবি পাওয়ার, হামিদ ফেব্রিক্স, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, এনআরবিসি ব্যাংক, পেনিনসুলা, প্রাইম ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সিঙ্গারবিডি ও সোনালী পেপার লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.