ডলারে জেট ফুয়েলের দাম পরিশোধ করতে পারবে বিদেশি এয়ারলাইন্স

বাংলাদেশে আসা বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলো সরকারি খাতের পদ্মা ওয়েল কোম্পানি থেকে জেট ফুয়েল কিনে থাকে। এক্ষেত্রে পদ্মা ওয়েলকে টাকায় তেলের মূল্য পরিশোধ করে। এখন থেকে বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলো ডলারসহ বিভিন্ন বিদেশি মুদ্রায় তেলের দাম শোধ করতে পারবে।

আজ সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি তেল কোম্পানি থেকে তেল ক্রয় বাবদ বৈদেশিক মুদ্রায় ড্রাফট ইস্যু করতে বিদেশি মুদ্রার অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ক্ষমতা প্রদান করেছে। বাংলাদেশে আসে এমন বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোর পক্ষে এডি ব্যাংক বৈদেশিক মুদ্রায় ড্রাফট ইস্যু করতে পারবে। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখা যাবে। এই আলোচ্য অর্থ আমদানি ব্যয়ে ব্যবহার করা যাবে কিংবা স্থানীয় মুদ্রায় নগদায়ন করা যাবে।

বাংলাদেশে এখন সৌদি এয়ারলাইনস, এমিরেটস, স্পাইস জেট, ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া, সিঙ্গাপুর এয়ারলাইনস, ইন্ডিগো, মালয়েশিয়া এয়ার, কুয়েত এয়ারওয়েজ,কাতার এয়ারওয়েজসহ আরও কয়েকটি বিদেশি বিমান পরিবহন সংস্থা যাতায়াত করে।

অর্থসূচক/এমএস/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.