সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

আগের দুই দিনের পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে কিছুটা লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনেদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৬৭ কোটি ৩৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩২ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, দর কমেছে ৯৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৪৩ পয়েন্ট বেড়ে ২০  হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.