৪ ওভারের চারটিই মেডেন, অক্ষয়ের বিশ্বরেকর্ড

ভারতের মুশতাক আলী ট্রফিতে অসাধারণ এক রেকর্ড গড়েছেন স্পিনার অক্ষয় কারনেওয়ার। মোট চার ওভার বোলিং করে চারটিই মেডেন ওভার তুলে নিয়েছেন তিনি। নিয়েছেন দুই উইকেট।

অর্থাৎ, একটানা ২৪টি ডট বল দিয়ে গেছেন বিদর্ভর হয়ে খেলা অক্ষয়। চার ওভারের মধ্যে তিনি কোনো রানই দেননি! আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এমনটা কখনো হয়নি। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দেখা যায়নি এমন বোলিং ফিগার।

সোমবার (৮ নভেম্বর) মঙ্গলাগিরি স্টেডিয়ামে বিদর্ভ ও মনিপুরের মধ্যকার ম্যাচে এমন ঘটনা ঘটে। ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২২২ রান তোলে বিদর্ভ। দলটির ব্যাটার জিতেশ শর্মা ৭১* ও অপূর্ব ওয়াংখেডে ৪৯* রান করেন। জবাবে ১৬.৩ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় মনিপুর। কারাঞ্জিত ইয়াম্নাম (১৮) এবং অধিনায়ক নারসিং যাদব (১০) কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ম্যাচটি বিদর্ভ জিতে নেয় ১৬৭ রানের বিশাল ব্যবধানে।

এবারের মুশতাক আলী ট্রফিতে দারুণ ফর্মে আছেন অক্ষয়। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের মধ্যে ছয়টি উইকেট নিয়েছেন এই অ্যাম্বিডেক্সটারাস (দুই হাতেই বল করতে পারেন) স্পিনার।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.