মধ্যপ্রদেশে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে একটি হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। হাসপাতালটির নবজাতক-সেবা ইউনিটে আগুন লেগে চার নবজাতক মারা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার মধ্যরাতে ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটে। ওই সময় শতাধিক শিশু ভর্তি ছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

রাজ্যটির চিকিৎসা শিক্ষামন্ত্রী বিভাষ কৈলাশ শারাং বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের অন্যান্য শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

গত সপ্তাহে মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়। এ নিয়ে চলতি বছরে দেশটিতে হাসপাতালে আগুনে নিহত হয়েছে ৭০ জন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.