রোহিঙ্গা ক্যাম্পের কাছে র‍্যাবের অভিযানে গোলাগুলি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কাছে কুতুপালং এলাকায় দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে র‍্যাব-১৫। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ নভেম্বর) ভোরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান। তবে সন্ত্রাসী গোষ্ঠিটি রোহিঙ্গা নাকি স্থানীয় কোনও বাহিনী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

মুখপাত্র খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল। সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করলে র‍্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে।

গত দুই মাস ধরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার পর ক্যাম্পগুলোতে এক ধরনের ভীতি ছড়িয়ে পরেছে। রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র হামলা, হত্যা ও ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.