সাত কলেজের ভর্তি পরীক্ষা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বাণিজ্য ইউনিটের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত। এ ভর্তি পরীক্ষা অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এবার সাত কলেজের বাণিজ্য ইউনিটে পাঁচ হাজার ৩১০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী। আগামীকাল শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং আগামী ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের কারণে কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। সিএনজি ও রিকশাযোগে কেন্দ্রে পৌঁছাতে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয়েছে তাদের।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.