নিয়ন্ত্রণে প্রাণের কারখানার আগুন

নরসিংদীর ঘোড়াশালের প্রাণের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনার প্রায় সোয়া এক ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (০১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৫জন আহত হয়েছেন বলে জানান প্রাণ-আরএফএল গ্রুপের ফ্রোজেন ফুড ফ্লোর ইনচার্জ মোয়াজেম।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর এলাকার আলাল মিয়ার স্ত্রী হাওয়া বেগম (৩০) ও মনি (২৫)।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যায় প্রাণ-আরএফএল গ্রুপের ফাস্টফুড উৎপাদনকারী তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ক্যান্ডি উৎপাদনকারী তৃতীয় তলায়ও ছড়িয়ে পরে আগুন। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ, নরসিংদী, কালীগঞ্জ, টঙ্গীসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.