গেইলকে ফিরালেন মেহেদি

টস হেরে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারে বাংলাদেশের বোলারদের দেখে শুনে খেললেও তৃতীয় ওভারে এসে উইকেট হারায় ক্যারিবীয়রা। মুস্তাফিজুর রহমানের বলে তুলে মারতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন এভিন লুইস।

বাঁহাতি এই ব্যাটার ফেরার পর তাসকিনের বলে দুই রান নেন রোস্টন চেজ। সেই সময় ফিল্ডিং করতে গিয়ে পায়ে টান খেয়ে মাঠের বাইরে চলে যান সাকিব আল হাসান। যদিও একটু পরই মাঠে ফেরেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে ওপেনার ক্রিস গেইলও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। শেখ মেহেদির বলে স্টাম্পের বল মারতে গিয়ে বোল্ড হয়েছেন ৪ রান করা গেইল

এর আগে সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে খানিকটা খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর বিকল্প নেই টাইগারদের। এমন সমীকরণের দিনে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন না নুরুল হাসান সোহান। তাঁর বদলি হিসেবে খেলছেন সৌম্য সরকার। এদিকে স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে পরিবর্তন। ওপেনার লেন্ডল সিমন্সের জায়গায় রোস্টন চেজ ও হেইডেন ওয়ালশের পরিবর্তে খেলছেন জেসন হোল্ডার।

বাংলাদেশ: লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস, শিমরোন হেটমায়ার, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকেল হোসেন, রবি রামপাল।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.