ইকবালসহ ৪ জন ৫ দিনের রিমান্ডে

কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবালসহ চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক আব্দুল হাকিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড পাওয়া অন্য আসামিরা হলেন ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।

এর আগে ২৩ অক্টোবর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.